Results for tech-world

কর্টানাকে আর ‘গোনায় ধরছে না’ গুগল


২০১৮ সালের বার্ষিক প্রতিবেদনে প্রতিদ্বন্দ্বী তালিকা থেকে মাইক্রোসফটকে বাদ দিয়েছে গুগল। এখানে রাখা হয়েছে অ্যামাজন ও অ্যাপলের নাম। এর থেকে ধারণা করা হচ্ছে, অ্যামাজনের অ্যালেক্সা ও অ্যাপলের সিরি বাজারে এগিয়ে গেলেও পিছিয়ে পড়েছে কর্টানা-- খবর সিএনবিসি’র।
২০১৪ সালে প্রথম কর্টানা চালু করে মাইক্রোসফট এবং ২০১৫ সালে এটি উইন্ডোজে আনা হয়। আর ২০১৬ সালে গুগল অ্যাসিস্টেন্টের ঘোষণা দেয় গুগল। ওই বছরেরই শেষ দিকে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে যোগ করা হয় গুগল অ্যাসিস্টেন্ট।
ইমেইল বার্তায় গুগলের এক মুখপাত্র বলেন, এখন একশ’ কোটির বেশি ডিভাইসে চলছে গুগল অ্যাসিস্টেন্ট। অন্যদিকে ২০১৮ সালের জুন মাসে মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয় কর্টানার গ্রাহক সংখ্যা এখন ১৫ কোটির বেশি।
প্রতিষ্ঠানের নিজস্ব গুগল হোম ডিভাইস ছাড়াও হার্ডওয়্যারে গুগল অ্যাসিস্টেন্ট যোগ করছে জেবিএল-এর মতো প্রতিষ্ঠান। এছাড়া স্পিকার নির্মাতা সনোসও তাদের পণ্যে গুগল অ্যাসিস্টেন্ট যোগ করার পরিকল্পনা করছে।
অন্যদিকে এখন পর্যন্ত কর্টানাভিত্তিক নিজস্ব কোনো স্পিকার উন্মোচন করেনি মাইক্রোসফট। কিন্তু স্যামসাং মালিকানাধীন প্রতিষ্ঠান হারমান কার্ডন-এর একটি স্পিকারে যোগ হয়েছে মাইক্রোসফটের এআই অ্যাসিস্টেন্ট।
আগের বছর মাইক্রোসফট ছেড়েছেন কর্টানা প্রধান হাভিয়ের সলটেরো। বর্তমানে এই পদে রয়েছেন প্রতিষ্ঠানের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু শুমান। ২৫ বছর ধরে মাইক্রোসফটে কাজ করছেন তিনি।
কর্টানাকে আর ‘গোনায় ধরছে না’ গুগল কর্টানাকে আর ‘গোনায় ধরছে না’ গুগল Reviewed by Prothomkantho on 01:22 Rating: 5

কখন পাসওয়ার্ড বদলাতে হবে, জানাবে গুগল টুল



প্রতিষ্ঠানের ক্রোম ব্রাউজারের ‘প্লাগ-ইন’ হিসেবে আনা হয়েছে ‘পাসওয়ার্ড চেকআপ’ নামের টুলটি। প্লাগ-ইন ইনস্টল করা থাকলে কখন গ্রাহকের পাসওয়ার্ড পরিবর্তন করা দরকার তা জানানো হবে বলে প্রতিবেদনে জানিয়েছে সিএনবিসি।
গুগলের পক্ষ থেকে বলা হয়, “আমরা যদি শনাক্ত করতে পারি কোনো সাইটে আপনি যে ইউজারনেইম ও পাসওয়ার্ড ব্যবহার করছেন, তা আমাদের জানামতে চুরি যাওয়া চারশ’ কোটি পাসওয়ার্ডের মধ্যে রয়েছে তবে স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দেওয়া হবে।”
টুলটি যেভাবে ইনস্টল করবেন--
  • ক্রোম ব্রাউজার ব্যবহার করে গুগলের নতুন ‘পাসওয়ার্ড চেকআপ’ টুল ইনস্টল করুন।
  • ‘অ্যাড টু ক্রোম’ বাটন চাপুন।
  • নিশ্চিত করুন যে এটি আপনি ক্রোমে যোগ করতে চাচ্ছেন।
  • টুলটি ইনস্টল হয়ে গেলে ব্রাউজারের ওপরের ডান দিকে একটি বাটন দেখতে পাবেন।
প্লাগ-ইন ইনস্টল করা হলে যদি আপনার পাসওয়ার্ড চুরি গিয়ে থাকে তবে টুলটি তা পরিবর্তনের জন্য সতর্ক করবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।


কখন পাসওয়ার্ড বদলাতে হবে, জানাবে গুগল টুল কখন পাসওয়ার্ড বদলাতে হবে, জানাবে গুগল টুল Reviewed by Prothomkantho on 01:19 Rating: 5

photo




photo photo Reviewed by Prothomkantho on 08:55 Rating: 5
Powered by Blogger.