Results for info-tech

হোয়াটসঅ্যাপে যোগ হলো বায়োমেট্রিক নিরাপত্তা


নতুন ফিচারের মাধ্যমে আইফোন মডেলের ওপর ভিত্তি করে চ্যাটিং কথোপকথন ফেইস আইডি বা টাচ আইডি দিয়ে লক বা আনলক করতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রাহকরা-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।
হোয়াটসঅ্যাপের আইওএস সংস্করণ ২.১৯.২০-তে বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থাটি চালু করা হয়েছে। অ্যাপ স্টোর থেকে আপডেট করে হোয়াটসঅ্যাপে ফিচারটি ব্যবহার করা যাবে।
অ্যাপ আপডেট করার পর অ্যাকাউন্ট সেটিংস-এর প্রাইভেসি মেনু থেকে বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থা চালু করা যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফিচারটির মাধ্যমে আলাদাভাবে কোনো কথোপকথন লক করতে পারবেন না গ্রাহক। পুরো অ্যাপটিই একেবার লক করতে হবে। তাই ডিভাইসটি আনলক করা থাকলেও হোয়াটসঅ্যাপে বাড়তি নিরাপত্তা পাওয়া যাবে এর মাধ্যমে।
ফিচারটিতে পুরো নিরাপত্তা পেতে নোটিফিকেশন সেটিংস-এ সতর্ক থাকতে হবে বলেও জানানো হয়েছে। নোটিফিকেশনে ‘মেসেজ প্রিভিউ’ চালু করা থাকলে অ্যাপ আনলক না করেই বার্তা দেখতে ও উত্তর দেওয়া যাবে। এমনকি কলও নেওয়া যাবে অ্যাপ আনলক না করেই।
হোয়াটসঅ্যাপে যোগ হলো বায়োমেট্রিক নিরাপত্তা হোয়াটসঅ্যাপে যোগ হলো বায়োমেট্রিক নিরাপত্তা Reviewed by Prothomkantho on 01:25 Rating: 5

কখন পাসওয়ার্ড বদলাতে হবে, জানাবে গুগল টুল



প্রতিষ্ঠানের ক্রোম ব্রাউজারের ‘প্লাগ-ইন’ হিসেবে আনা হয়েছে ‘পাসওয়ার্ড চেকআপ’ নামের টুলটি। প্লাগ-ইন ইনস্টল করা থাকলে কখন গ্রাহকের পাসওয়ার্ড পরিবর্তন করা দরকার তা জানানো হবে বলে প্রতিবেদনে জানিয়েছে সিএনবিসি।
গুগলের পক্ষ থেকে বলা হয়, “আমরা যদি শনাক্ত করতে পারি কোনো সাইটে আপনি যে ইউজারনেইম ও পাসওয়ার্ড ব্যবহার করছেন, তা আমাদের জানামতে চুরি যাওয়া চারশ’ কোটি পাসওয়ার্ডের মধ্যে রয়েছে তবে স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দেওয়া হবে।”
টুলটি যেভাবে ইনস্টল করবেন--
  • ক্রোম ব্রাউজার ব্যবহার করে গুগলের নতুন ‘পাসওয়ার্ড চেকআপ’ টুল ইনস্টল করুন।
  • ‘অ্যাড টু ক্রোম’ বাটন চাপুন।
  • নিশ্চিত করুন যে এটি আপনি ক্রোমে যোগ করতে চাচ্ছেন।
  • টুলটি ইনস্টল হয়ে গেলে ব্রাউজারের ওপরের ডান দিকে একটি বাটন দেখতে পাবেন।
প্লাগ-ইন ইনস্টল করা হলে যদি আপনার পাসওয়ার্ড চুরি গিয়ে থাকে তবে টুলটি তা পরিবর্তনের জন্য সতর্ক করবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।


কখন পাসওয়ার্ড বদলাতে হবে, জানাবে গুগল টুল কখন পাসওয়ার্ড বদলাতে হবে, জানাবে গুগল টুল Reviewed by Prothomkantho on 01:19 Rating: 5

photo




photo photo Reviewed by Prothomkantho on 08:55 Rating: 5
Powered by Blogger.