পাসওয়ার্ড চুরি হয়ে থাকলে তা পরিবর্তনের পরামর্শ দেবে এমন নতুন টুল উন্মোচন করেছে গুগল।
প্রতিষ্ঠানের ক্রোম ব্রাউজারের ‘প্লাগ-ইন’ হিসেবে আনা হয়েছে ‘পাসওয়ার্ড চেকআপ’ নামের টুলটি। প্লাগ-ইন ইনস্টল করা থাকলে কখন গ্রাহকের পাসওয়ার্ড পরিবর্তন করা দরকার তা জানানো হবে বলে প্রতিবেদনে জানিয়েছে সিএনবিসি।
গুগলের পক্ষ থেকে বলা হয়, “আমরা যদি শনাক্ত করতে পারি কোনো সাইটে আপনি যে ইউজারনেইম ও পাসওয়ার্ড ব্যবহার করছেন, তা আমাদের জানামতে চুরি যাওয়া চারশ’ কোটি পাসওয়ার্ডের মধ্যে রয়েছে তবে স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দেওয়া হবে।”
টুলটি যেভাবে ইনস্টল করবেন--
- ক্রোম ব্রাউজার ব্যবহার করে গুগলের নতুন ‘পাসওয়ার্ড চেকআপ’ টুল ইনস্টল করুন।
- ‘অ্যাড টু ক্রোম’ বাটন চাপুন।
- নিশ্চিত করুন যে এটি আপনি ক্রোমে যোগ করতে চাচ্ছেন।
- টুলটি ইনস্টল হয়ে গেলে ব্রাউজারের ওপরের ডান দিকে একটি বাটন দেখতে পাবেন।
প্লাগ-ইন ইনস্টল করা হলে যদি আপনার পাসওয়ার্ড চুরি গিয়ে থাকে তবে টুলটি তা পরিবর্তনের জন্য সতর্ক করবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
কখন পাসওয়ার্ড বদলাতে হবে, জানাবে গুগল টুল
Reviewed by Prothomkantho
on
01:19
Rating:

No comments: