Results for first-page

বিএনপির ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে দলের নেতাদের ঝুঁকি নেওয়ার সাহস নেই, সে দলের ভবিষ্যৎ অন্ধকার।

বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যে দলের রাজনীতি যখন সংকটের মধ্যে থাকে, তখন ঝুঁকি নেওয়ার সাহস যে নেতাদের নেই, তারা কোনো দিনও দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না।
বিএনপির আন্দোলনে মানুষের সমর্থন নেই মন্তব্য করে তিনি বলেন, বিএনপির আন্দোলনের ইস্যু তামাদি হয়ে গেছে। তারা আন্দোলনের ডাক দিলেও জনগণ এখন সাড়া দেবে না।
তিনি আরো বলেন, বিএনপি এখন দুর্নীতি ও সন্ত্রাসের জন্য দেশ-বিদেশে ইমেজ সংকটে আছে। তাদের এখন প্রথম কাজ হচ্ছে, তাদের ইমেজ সংকট দূর করা।
বিএনপির ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের বিএনপির ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের Reviewed by Prothomkantho on 09:56 Rating: 5

ওবায়দুল কাদেরকে বিএনপিতে যোগ দেয়ার আহ্বান রিজভীর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বিএনপিতে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী



তিনি বলেন, কাদের সাহেব প্রতিনিয়ত বিএনপিকে উপদেশ দিচ্ছেন। সভা-সমিতি, মঞ্চ, গণমাধ্যম ও ব্রিফিংয়ে বিএনপির কি করা উচিৎ, বিএনপির পরিণতি কি হবে, বিএনপি নির্বাচন ভীতিতে ভুগছে, বিএনপি সংসদে যোগ দেবে ইত্যাদি নানা কথার খৈ ফুটাচ্ছেন প্রতিদিন। সরকারের প্রভাবশালী মন্ত্রী হিসেবে ওবায়দুল কাদের সাহেব শালীনতা, ভব্যতার গুণমান বিবেচনা না করে বিএনপির বিরুদ্ধে ক্রমাগত উপদেশের ভাঙ্গা টেপ রেকর্ড বাজিয়েই চলেছেন। ‘মিডনাইট ইলেকশন’ এর সরকারের মন্ত্রী হিসেবে ওবায়দুল কাদের সাহেব এখন স্বেচ্ছায় বিএনপির উপদেষ্টা হতে চলেছেন। সুতরাং খামোখা আওয়ামী লীগে থেকে তার লাভ কী, বরং ওবায়দুল কাদের সাহেবকে বিএনপিতে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি। বিএনপির দরজা খোলা আছে

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আরো বলেন, এমনিতেই অনাচারের পাহাড়সম স্তূপে আওয়ামী নেতাকর্মীরা ভীত সন্ত্রস্ত, কখন কী হয় আতঙ্কে তাদের সারাদিন কাটে। বিভিন্ন এলাকায় তারা তলেতলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা শুরু করেছে। নিজেদের ভবিষ্যৎ নিয়ে আওয়ামী নেতাকর্মীরা আসলেই উদ্বিগ্ন। ক্ষমতার বৃক্ষ উপড়ে যাওয়ার পর অনাগত ভবিষ্যৎ নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা গভীর দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। সেজন্য স্বেচ্ছায় বিএনপির উপদেষ্টার আসনে বসতে চাচ্ছেন ওবায়দুল কাদের সাহেবসহ অন্য নেতারা।
তিনি বলেন, বিএনপি সংসদে না গেলেও প্রতিনিয়ত বিএনপি ও জিয়া পরিবারকে নিয়ে সংসদে বিষোদগার করছেন প্রধানমন্ত্রী। নির্বাচনে আওয়ামী লীগে বিজয় ছিল প্রত্যাশিত। ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে এবং জনগণ বিপুল ভোটে আওয়ামী লীগকে বিজয়ী করেছে।’ এদেশে বাক-স্বাধীনতা শুধু একজনেরই আছে, তিনি হলেন ‘মিডনাইট ভোট’ এর প্রধানমন্ত্রীর। তিনি সবার বাক-স্বাধীনতা কেড়ে নিয়ে একাই লাগামহীন কথাবার্তা বলেন। বিরোধী দলকে কারাগারে ঢুকিয়ে নির্বাচনী ময়দান শূন্য করার পর বিজয় তো প্রত্যাশিত হবেই। রাতে ভোটারদের ঘুমানোর সময় প্রশাসন ও পুলিশ ব্যালট বাক্স পূর্ণ করলে সেই ভোট তো অবাধ ও সুষ্ঠু হয়ই, কারণ আইন শৃঙ্খলা বাহিনী অবাধে ব্যালট পেপারে সুষ্ঠুভাবে সিল মারতে পারে। ভোটের দিনের ভোট ‘আউট সোর্সিং’ করে আগের দিন রাতে ব্যালট বাক্স ভরে দিয়ে তো ভোট অবাধ ও সুষ্ঠু হবেই। আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কর্মকর্তা ও প্রশাসনের লোকদেরকে মোটা অংকের টাকা দিয়ে ভোটের আগের দিন রাতে ব্যালট বাক্স পূর্ণ করলে ভোট অবাধ ও সুষ্ঠু তো হবেই। তবে শেখ হাসিনা ও দলের নেতাকর্মী ছাড়া অন্য কেউ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলেনি। এমনকি মহাজোটের শরীকরাও এখন বলছে যে, ভোট হয়েছে আগের দিন রাতেই।
বাংলাদেশে গণতান্ত্রিক দেশের তালিকায় নেই, আছে স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, এগুলো নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ চোখে পড়ে না প্রধানমন্ত্রীর। ৩০ ডিসেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের ময়দানে রক্তক্ষয়, নজীরবিহীন গ্রেফতার অভিযান ও সংসদীয় এলাকায় রক্তাক্ত হয়েছে। ধানের শীষের প্রার্থীদের বেশ কিছু সংখ্যককে নির্বাচন থেকে সরিয়ে দেয়া হয়েছে। স্বৈরতান্ত্রিক দমনের সকল শক্তি দিয়ে বিরোধী শক্তিকে অবরুদ্ধ করে এক অভিনব ‘মিডনাইট মহা ভোট ডাকাতির নির্বাচন’ এর পর সেই সরকারের মন্ত্রীরা তামাশার মঞ্চে কৌতুক প্রদর্শন করা ছাড়া আর কিইবা এই মূহুর্তে করতে পারে। কারণ ভোট ডাকাতির সফলতা ছাড়া চারিদিক থেকে তারা ব্যর্থ। পথের কাঁটা সরানোর জন্য বেগম খালেদা জিয়াকে এক বছর ধরে কারাগারে আটকিয়ে রেখেছে। দাগী খুনিদের মুক্তি দিয়ে নির্দোষ ব্যক্তি জাহালমকে তারা জেল খাটায়। বাহুবলে বিরোধী শক্তিকে তারা নির্মূল করার চেষ্টায় লিপ্ত। জাতীয় থেকে তৃণমূল স্তর পর্যন্ত দুর্নীতির বিস্তার, নারী-শিশু নির্যাতনের ভয়ঙ্কর প্রকোপ, সড়কে মৃত্যুর মিছিল, গুম ও খুনের ভয়াবহ আধিপত্য, মত প্রকাশের স্বাধীনতা হরণসহ দেশব্যাপী গণতন্ত্র এখন হাহাকার করছে। ক্ষমতা চিরস্থায়ী করার নীতির প্রতি যারা অবাধ্য তাদের ঠিকানা হচ্ছে কারাগার।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সারাদেশে বিএনপির বন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামীকাল ৮ই ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার বেলা ২-৩০টায় কেবলমাত্র ঢাকায় রমনাস্থ ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে বিএনপির উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। এছাড়া ৯ ফেব্রুয়ারি দেশব্যাপী একই দাবিতে ঢাকা মহানগরী বাদে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপিকা শাহিদা রফিক, নাজমুল হক নান্নু, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মো. মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


ওবায়দুল কাদেরকে বিএনপিতে যোগ দেয়ার আহ্বান রিজভীর ওবায়দুল কাদেরকে বিএনপিতে যোগ দেয়ার আহ্বান রিজভীর Reviewed by Prothomkantho on 09:53 Rating: 5

হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে আর শিক্ষকদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে দুদক: হাইকোর্ট

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যকলাপে ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট বলেছেন, ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে আর শিক্ষকদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে দুদক।
বৃহস্পতিবার কোচিং সেন্টার নিয়ে শুনানিকালে বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজিক আল জলিলের বেঞ্চ এ কথা বলেন।
আদালত বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত বড় বড় রাঘববোয়ালদের ধরে এনে ছেড়ে দিয়ে স্কুলশিক্ষকদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে দুদক।
যেখানে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে, সেখানে প্রাইমারি স্কুলের শিক্ষকরা স্কুলে যাচ্ছেন কি যাচ্ছেন না তা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তারা।
দুদক দুর্নীতিবাজ রাঘববোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না উল্লেখ করে আদালত বলেন, ছোট দুর্নীতির আগে বড় বড় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন। তবেই দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে।
হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে আর শিক্ষকদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে দুদক: হাইকোর্ট হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে আর শিক্ষকদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে দুদক: হাইকোর্ট Reviewed by Prothomkantho on 01:57 Rating: 5

পদ্মা সেতুর ৬ষ্ঠ স্প্যান বসছে জানুয়ারি মাসেই



ভোটের পর নতুন উদ্যোমে পদ্মা সেতুর এগিয়ে চলা শুরু হচ্ছে। চলতি  মাসের ১৫ তারিখের মধ্যে বসছে সেতুর ৬ষ্ঠ স্প্যান। ফলে দৃশ্যমান হবে ৯০০ মিটার সেতু


প্রকৌশলীরা বলছেন, প্রতিমাসে কমপক্ষে একটি করে স্প্যান বসানোর পরিকল্পনা নিয়ে এগুচ্ছে কাজ। এছাড়া সেতুর স্প্যানে রেল স্ল্যাবের পর এই মাস থেকে শুরু হবে রোড স্ল্যাব
বসানোর কাজও। ভোটের আগে সেপ্টেম্বরে বসানো হয় জাজিরা প্রান্তের ৬টি পিলারে সেতুর ৫টি স্প্যান। এরপর নদীজুড়ে শেষ হয়েছে আরও ৯টি পিলারের কাজ।আগামী জুন মাসের মধ্যে পুরো শেষ করার লক্ষ্য নিয়ে এর মধ্যে অর্ধেকের বেশি কাজ হয়েছে আরও ১৪টি পিলারের। এত সব কর্মযজ্ঞ সত্ত্বেও মূল সেতুতে যোগ করা হয়নি নতুন কোনও স্প্যান।কারণ, নতুন স্প্যান বসাতে হবে প্রথম ৫টির সঙ্গেই। তাই আগের ৩৭ নম্বর পিলারের পাশেই তৈরি করা হয়েছে ৩৬ নম্বর পিলারটি। ধূসর রং করা শেষে মাওয়া ইয়ার্ডের বাইরে এনে

অপেক্ষমান ৬ষ্ঠ স্প্যানটিও। প্রায় ৫ কিলোমিটার দূরের জাজিরা প্রান্তে এ স্প্যানটি নিয়ে যেতে প্রস্তুত ৩৬শ মেট্র্রিকটন ওজন বহনে সক্ষম বিশ্বের সর্বাধুনিক ক্রেন। সব মিলে অপেক্ষা এখন ৬ষ্ঠ স্প্যান বসানোর।
পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, পিআর প্রস্তুত, স্প্যানও প্রস্তুত। কিন্তু আমরা ট্রান্সপোর্ট করতে পারছি না। এটার জন্য একটু সময় লাগছে।
তিনি বলেন, আশা করছি, জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ৬ষ্ঠ স্প্যান বসবে। এরপর কনটিনিয়াসলি কাজ চলবে

পদ্মা সেতুর ৬ষ্ঠ স্প্যান বসছে জানুয়ারি মাসেই পদ্মা সেতুর ৬ষ্ঠ স্প্যান বসছে জানুয়ারি মাসেই Reviewed by Prothomkantho on 01:49 Rating: 5

দৈহিক গড়নে পরিচিতদের প্রভাব



আপনার চারপাশের মানুষগুলোর অধিকাংশই কি শরীরের গড়ন নিয়ে অসচেতন? তাহলে আপনার জন্যেই গবেষকরা এনেছেন খুশির খবর। তা হল, এমন মানুষের আশপাশের থাকার কারণেই আপনার খাদ্যাভ্যাস কিংবা নিজের শরীরের প্রতি সন্তুষ্টি বাড়বে।
একজন মানুষের শারীরিক সন্তুষ্টির মাত্রার উপর তার চারপাশের সামাজিক পরিবেশ কতটা প্রভাব ফেলে, এই বিষয়ে করা পর্যবেক্ষণে কানাডাতে অবস্থিত ইউনিভার্সিটি অফ ওয়াটারলু’র গবেষকরা দেখতে পান, শরীরের ওজন, গড়ন ও বাহ্যিক সৌন্দর্য নিয়ে সচেতন নয় এমন মানুষের সঙ্গে মেলামেশায় রয়েছে ইতিবাচক প্রভাব।
কানাডার ইউনিভার্সিটি অফ ওয়াটারলু’র ‘পোস্ট ডক্টরাল’ শিক্ষার্থী ক্যাথরিন মিলার বলেন, “নিজের শরীর সম্পর্কে আমাদের অনুভূতির একটি বড় অংশ নির্ভর করে শারীরিক গড়ন নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গির ওপর।”
তিনি আরও বলেন, “আমাদের আশপাশের মানুষগুলো যদি তাদের শারীরিক গড়ন নিয়ে অতিরিক্ত সচেতন না হয়, তবে আমাদের নিজের শরীরের প্রতি সন্তুষ্টির মাত্রা বাড়ে।”
এই গবেষণায় জন্য ১৭ থেকে ২৫ বছর বয়সি একশজন নারীকে নিয়ে কাজ করেন গবেষকরা। প্রতিদিন অংশগ্রহণকারীরা শারীরিক বিষয় নিয়ে কতটুকু আলোচনা করেন, নিজের গড়ন নিয়ে ওই নারী কতটুকু সন্তুষ্ট, ক্ষুধার অনুভূতিকে তারা কতটা গুরুত্ব দেন নাকি একটি নির্দিষ্ট খাদ্যাভ্যাসই অনুসরণ করেন এইসব নিয়ে পর্যালোচনা করেন গবেষকরা।
ফলাফলে দেখা গেছে, নিজের শারীরিক গড়ন নিয়ে অসন্তুষ্টি ওই ব্যক্তির মন-মেজাজ, আত্মবিশ্বাস, অন্যদের সঙ্গে সম্পর্ক ইত্যাদির উপর মারাত্বক ক্ষতিকর প্রভাব ফেলে।
ইউনিভার্সিটি অফ ওয়াটারলু’র অধ্যাপক অ্যালিসন কেলি বলেন, “যাদের সঙ্গে আমরা সময় ব্যয় করি তারা আমাদের দৈহিক গড়নের সন্তুষ্টিকে যে প্রভাবিত করে সেটা বিবেচনায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি শারীরিক গড়ন নিয়ে অসচেতন মানুষদের সঙ্গে সময় কাটাই তবে নিজের শারীরিক গড়ন যেমনই হোক না কেনো তা নিয়েই আমরা সন্তুষ্ট থাকতে পারব।
‘বডি ইমেইজ’ নামক জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়।
এছাড়াও শরীরের গড়ন সুন্দর করার জন্য অস্বাস্থ্যকর ও ক্ষতিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার আশঙ্কা কমবে। পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার অনুপ্রেরণা যোগাবে এই মানুষগুলো।
মিলার বলেন, “নারীরা যদি তাদের শারীরিক ওজন আর গড়নের ওপর থেকে মনোযোগ সরাতে পারে, তবে পুরো সমাজেই নারীর শারীরিক গড়ন নিয়ে দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসা সম্ভব।”
নারীদের জানা উচিত যে আশপাশের মানুষের উপর ইতিবাচক প্রভাব ফেলার সুযোগ আছে তাদের হাতের মুঠোতেই।
দৈহিক গড়নে পরিচিতদের প্রভাব দৈহিক গড়নে পরিচিতদের প্রভাব Reviewed by Prothomkantho on 01:33 Rating: 5

হোয়াটসঅ্যাপে যোগ হলো বায়োমেট্রিক নিরাপত্তা


নতুন ফিচারের মাধ্যমে আইফোন মডেলের ওপর ভিত্তি করে চ্যাটিং কথোপকথন ফেইস আইডি বা টাচ আইডি দিয়ে লক বা আনলক করতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রাহকরা-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।
হোয়াটসঅ্যাপের আইওএস সংস্করণ ২.১৯.২০-তে বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থাটি চালু করা হয়েছে। অ্যাপ স্টোর থেকে আপডেট করে হোয়াটসঅ্যাপে ফিচারটি ব্যবহার করা যাবে।
অ্যাপ আপডেট করার পর অ্যাকাউন্ট সেটিংস-এর প্রাইভেসি মেনু থেকে বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থা চালু করা যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফিচারটির মাধ্যমে আলাদাভাবে কোনো কথোপকথন লক করতে পারবেন না গ্রাহক। পুরো অ্যাপটিই একেবার লক করতে হবে। তাই ডিভাইসটি আনলক করা থাকলেও হোয়াটসঅ্যাপে বাড়তি নিরাপত্তা পাওয়া যাবে এর মাধ্যমে।
ফিচারটিতে পুরো নিরাপত্তা পেতে নোটিফিকেশন সেটিংস-এ সতর্ক থাকতে হবে বলেও জানানো হয়েছে। নোটিফিকেশনে ‘মেসেজ প্রিভিউ’ চালু করা থাকলে অ্যাপ আনলক না করেই বার্তা দেখতে ও উত্তর দেওয়া যাবে। এমনকি কলও নেওয়া যাবে অ্যাপ আনলক না করেই।
হোয়াটসঅ্যাপে যোগ হলো বায়োমেট্রিক নিরাপত্তা হোয়াটসঅ্যাপে যোগ হলো বায়োমেট্রিক নিরাপত্তা Reviewed by Prothomkantho on 01:25 Rating: 5

কখন পাসওয়ার্ড বদলাতে হবে, জানাবে গুগল টুল



প্রতিষ্ঠানের ক্রোম ব্রাউজারের ‘প্লাগ-ইন’ হিসেবে আনা হয়েছে ‘পাসওয়ার্ড চেকআপ’ নামের টুলটি। প্লাগ-ইন ইনস্টল করা থাকলে কখন গ্রাহকের পাসওয়ার্ড পরিবর্তন করা দরকার তা জানানো হবে বলে প্রতিবেদনে জানিয়েছে সিএনবিসি।
গুগলের পক্ষ থেকে বলা হয়, “আমরা যদি শনাক্ত করতে পারি কোনো সাইটে আপনি যে ইউজারনেইম ও পাসওয়ার্ড ব্যবহার করছেন, তা আমাদের জানামতে চুরি যাওয়া চারশ’ কোটি পাসওয়ার্ডের মধ্যে রয়েছে তবে স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দেওয়া হবে।”
টুলটি যেভাবে ইনস্টল করবেন--
  • ক্রোম ব্রাউজার ব্যবহার করে গুগলের নতুন ‘পাসওয়ার্ড চেকআপ’ টুল ইনস্টল করুন।
  • ‘অ্যাড টু ক্রোম’ বাটন চাপুন।
  • নিশ্চিত করুন যে এটি আপনি ক্রোমে যোগ করতে চাচ্ছেন।
  • টুলটি ইনস্টল হয়ে গেলে ব্রাউজারের ওপরের ডান দিকে একটি বাটন দেখতে পাবেন।
প্লাগ-ইন ইনস্টল করা হলে যদি আপনার পাসওয়ার্ড চুরি গিয়ে থাকে তবে টুলটি তা পরিবর্তনের জন্য সতর্ক করবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।


কখন পাসওয়ার্ড বদলাতে হবে, জানাবে গুগল টুল কখন পাসওয়ার্ড বদলাতে হবে, জানাবে গুগল টুল Reviewed by Prothomkantho on 01:19 Rating: 5
Powered by Blogger.