অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ফেসবুকের নতুন ফিচার

যারা অ্যান্ড্রয়েড মোবাইলফোন ব্যবহার করেন আর অ্যাপের মাধ্যমে ফেসবুক ব্যবহার করেন তাদের জন্য সুখবর দিলো ফেসবুক কর্তৃপক্ষ। এখন থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বেশ কিছু নতুন ফিচার পাবেন। তবে সবচেয়ে বড় ফিচারটি হচ্ছে ডার্ক মোড ব্যবহারের সুবিধা। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগল জানায়, ফেসবুক ইতোমধ্যে ডার্ক মোড ফিচারটি অন্য প্ল্যাটফর্ম ও অ্যাপে চালু করলেও অ্যান্ড্রয়েডের মূল ফেসবুক অ্যাপে এ সুবিধা ছিল না। ফেসবুক এবারে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেও এ সুবিধা চালু করতে যাচ্ছে। তবে ঠিক কবে নাগাদ তা সবাই পাবে, সেটি এখনো জানা যায়নি।



অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ফেসবুকের নতুন ফিচার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ফেসবুকের নতুন ফিচার Reviewed by Prothomkantho on 02:47 Rating: 5

No comments:

Powered by Blogger.