Results for poems

readers-column


readers-column readers-column Reviewed by Prothomkantho on 07:46 Rating: 5

amar


amar amar Reviewed by Prothomkantho on 07:44 Rating: 5

তোমাকে ভালবাসি সুরভি


তোমাকে ভালবাসি সুরভি
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন

তোমাকে ভালবাসি একথা বার বার বলতে চাই।
বলতে চাই এ আকাশের নিচে দাঁড়িয়ে,
তোমাকে ছুতে চায় দু হাত বাড়িয়ে।
বার বার তোমার মাঝেই যাবো হারিয়ে


এই বাহুতে বার বার চাই তোমাকে,
জানুক সবাই তোমাকেই ভালবাসি।
তোমাকেই ভালবাসি সুরভি।
তুমিই মোর ভালবাসার উষ্ণ রবি


তুমি তো অনন্ত প্রেম হয়ে ,
ধরা দিয়েছিলে কবিতার মাঝে।
সেই কবিতা আমার হৃদয়পটে আঁকা।
বার বার সেই কবিতা যায় না লেখা।



তুমি তো সেই কবিতা ,
যে কবিতার শেষ লাইন খুঁজি আমি পথে পথে।
সমুদ্রের তীরে কবিদের ভিরে।
বনু শাকিলের পাখাতে,
ধান ক্ষেতের ধারে ,শকুনীর চোখে।
অসথের বনে ,হিজলের ডালে।
সুরভি খুঁজি আমি তোমারে।


তোমার প্রেমের কবিতা ,
কবিতার অমর সেই বাণী।
ভালবাসার শেষ স্পর্শ ,
আমি বার বার খুঁজি।
এই বাংলার পথে প্রান্তরে।
ঝিলের ধারে বসে থাকা সাদা বকদের ভিরে।
কোকিলের গানে , পাখিটির প্রাণে

বার বার সেই কবিতার কথা ,
জাগিয়ে তুলে বুকের ব্যাথা
কি বলিবো কথা , কি লিখিবো কথা।
কি গাইবো গান, উঠেনা সুরেতে টান।
তোমার কবিতাতেই যেনো সব আটকে আছে


তোমাকে খুঁজি ,
পথের কবিতার মাঝে,
কবিদের ভাবনাকে ঘিরে।
যে ভাবনারা খেলা করে সেই সুখের প্রান্তরে


অসীম সাহসী সেই রাখালের বুক চিরে।
যে কবিতা এই মাঠে স্থান করেছে ,
জায়গা করে নিয়েছে মহাকালের দোয়ারে
আমি তোমাকে খুঁজি সেই কবিতার বুকে
তুমি কি আছো সুখে?



তুমি কোথায় ?
এই যে আমার বাংলায়,
ঘন সেই জঙ্গলে পেঁচা ঘুমপারানি গান গায়
আমি বহুবার তোমাকে খুঁজেছি সেথায়  



তোমাকে ভালবাসি সুরভি তোমাকে ভালবাসি সুরভি Reviewed by Prothomkantho on 07:41 Rating: 5
Powered by Blogger.